নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা বাড়ি কেয়াটেকার আলমগীর (৩৮)কে বেদম ভাবে পিটিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসী সামছুল ও হাসিব গং এর বিরুদ্ধে।
গত রোববার (৫ র্মাচ) বিকেল ৫টায় বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকায় ঐ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উল্লেখিত বাড়ি কেয়ারটেকার আহত আলমগীর বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ৩ দিন পর বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে হামলাকারি সামছুল, হাসিব, মেহেদী, কিরণ ও সাগরসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সন্ত্রাসী হামলায় আহত কেয়ারটেকার গণমাধ্যমে জানান, আমি ১৭ বছর ধরে এই বাড়ি দেখাশুনার দায়িত্বে আছি। গত রোববার (৫মার্চ) বিকেল ৫টায় বন্দর খালপাড় এলাকার কালাম মিয়ার ছেলে সামছুল একই এলাকার হাসিব, মেহেদী,কিরন ও সাগরসহ অজ্ঞাত নামা ৪/৫ জন বখাটে ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। ঐ সময় আমি তাদের বাধা নিষেধ করিলে উল্লেখিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমাকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে নগদ ৩০ হাজার টাকা ও ১টি টাচ মোবাইল সেট ও ২টি বাটান মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, কেয়াটেকারকে মারধর করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।