নিজস্ব প্রতিবেদক: বন্দর থানা পুলিশ মাদক ব্যবসায়ী স্বামী/স্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ নারী মাদক ব্যবসায়ী জহুরা খাতুনের বসত ঘরে তল্লাশী চালিয়ে ৪০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গত ২৪ এপ্রিল রোববার দুপুরে বন্দর উপজেলার বাকসরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার বাকসরাইল এলাকার সিদ্দিক মোল্লা মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে জাহিদ (৪০) তার স্ত্রী জহুরা খাতুন (৩৫) ও একই এলাকার মৃত হক মিয়ার ছেলে খোকন (৩২)। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪৪(৪)২২। থানার তথ্য সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বাবসরাইল এলাকার মহিলা মাদক ব্যবসায়ী জহুরা খাতুনের বসত ঘরে অভিযান চালায়। ওই সময় পুলিশ ৪০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ একই এলাকার মাদক ব্যবসায়ী জাহিদ ও তার স্ত্রী জহুরা খাতুন ও একই এলাকার অপর মাদক ব্যবসায়ী খোকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের ওই মামলায় সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।