বন্দরে ৭৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসনে (৩৬) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারী) রাত দেড়টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা সম্রাট ইসমাইল উল্লেখিত এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১২(১)২৩। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী ইসমাইলকে মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী ইসমাইল দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। মঙ্গলবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ দড়ি-সোনাকান্দাস্থ দেলোয়ার মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।