রাতের আঁধারে বন্দরে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করার অপরাধে ৪ বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার (২০ জুলাই) রাতে বন্দর উপজেলার বিবিজোড়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ইসমাইল আমিনের বাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৫), একই জেলার মরাদনগর থানার ব্রাম্মন ছাবিন তলা এলাকার মৃত নয়ন মিয়ার ছেলে সোহেল (৩৩), একই এলাকার হারুন মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৯) ও একই জেলার একই থানার রামপুর এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে বাবু (২৫)। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই জিয়াউরসহ সঙ্গীয় ফোর্স গত বুধবার রাতে ডিউটি কালে বন্দরে বিবিজোড়াস্থ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরার অপরাধে উল্লেখিত ৪ যুবককে আটক করে। পরে পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশকে সন্তোষ জনক জবাব দিতে না পারায় আটকৃতদের বৃহস্পতিবার দুপুরে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে।