জেলা পরিষদের অর্থায়নে নির্মিত রাস্তাটি দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে বন্দরে ভূমিদস্যু বকুল মিয়া গং এর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভ’রাস্থ হাজী ফজলুল হক গার্লস স্কুল সংলগ্ন আলীসারদী এলাকায় এ রাস্তা দখলের ঘটনাটি ঘটে। সরকারি রাস্তা দখলের ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে বাড়ি নির্মান কাজ বন্ধ করে দেয়।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভ’রা ও আলীসারদী এলাকাবাসী যাতায়েতের সুবিধার্থে গত ২০২১ ইং সালের ২০ মার্চ নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভ’রাস্থ হাজী ফজলুল হক গার্লস স্কুল সংলগ্ন আলীসারদী এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি নির্মাণের পর থেকে সেখানে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয়। আলীসারদী এলাকার মৃত রইসউদ্দিন মিয়ার ছেলে ভূমিদস্যু বকুল মিয়াসহ তার সাঙ্গপাঙ্গরা সরকারি রাস্তা দখলের জন্য মরিয়া হয়ে উঠে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ভূমিদস্যু বকুল মিয়াসহ উক্ত এলাকার একটি ভূমিদস্যু সিন্ডিকেট সাধারন জনগনের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাঁকাস্থাপন তৈরির ব্যর্থ চেষ্টা চালায়। এ ঘটনায় ভ’মিদৎসু বকুল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমে জানায়, রাস্তা বন্ধ করে পাঁকা স্থাপনা তৈরি ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে পাঁকাস্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।