চট্রগ্রামের মীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বন্দরে মাদক সম্রাট বাবু শিকদার (৩৮)কে গ্রেপ্তার করেছে। গত সোমবার (১০ অক্টোবর) বিকেলে চট্রগ্রাম জেলার মীরসরাই থানার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকা থেকে ওই মাদক সম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট বাবু সিকদার নারায়ণগঞ্জের বন্দর থানার ছালেহনগর এলাকার মজিদ শিকদারের ছেলে। এছাড়াও মাদক সম্রাট বাবু শিকদার নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারের একনিষ্ঠ কর্মী বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাবু শিকদার জানায়, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। এই ইয়াবাগুলো রাজধানীর বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল । মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোমবার বিকেলে ঢাকাগামী যাত্রীবাহী বাসে মাদকবিরোধী অভিযান চালাকালে মাদক ব্যবসায়ী বাবু শিকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি কালো ব্যাগে তল্লাশী চালিয়ে ২ হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট আদালতে তাকে প্রেরণ করা হয়।