বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙ্গালীর নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্ববাসীর নেতা। তাঁর একটি ডাকে আমরা বাঙ্গালী জাতী স্বাধীনতা পেয়েছিলাম। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সদসয় দিপক কুমার বনিক এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী বিল্লাল হোসেন বেপারীর উদ্যোগে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আবুল হোসেন তুষার, ৭ নং ওয়ার্ডের মেম্বার মানিক মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সজিব ভুইয়া, পৌরসভা মুক্তিযোদ্ধা মঞ্চর সভাপতি সুমিত রায়, বিশিষ্ট সমাজসেবক মহসিন মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাগর আহম্মেদ রনি, ছাত্রলীগ নেতা শাওনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
উপজেলার বিভিন্ন এলাকার শত শত জনগণের উপস্থিতিতে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা হাজী বিল্লাল হোসেন।