আলিফ আরিফা, গাজীপুর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুর ২ টায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে নেতৃবৃন্দ পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে তাঁরা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন। পরে পবিত্র ফাতিহা পাঠ ও দোয়ায় আংশ নেন নেতৃবৃন্দ।
এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ কর্মসূচিতে গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নতুন কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক এনামুল হক, নব নির্বাচিত সভাপতি অধ্যাপক মাসুদুল হক, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ সাদেক আলী, দফতর সম্পাদক এম. এ ফরিদ, নির্বাহী সদস্য আবিদ হোসেন বুলবুল, রায়হানুল ইসলাম আকন্দ, এম এ সালাম শান্তসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ অংশ নেন।