ক্রীডা প্রতিবেদক
নগরের ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে ঐতিহ্যবাহী “হালিশহর একাদশ ক্লাব” পরিচালিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির সাথে উত্তর পতেঙ্গা খেজুর তলা ফুটবল টিমের ফ্রেন্ডলি ম্যাচে ৪-৩ গোলে হেরেছে স্বাগতিক দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
খেলার শুরুতে স্বাগতিক হালিশহরের আরিফ,দলনেতা আকরামের গোলে লিড নিয়ে বিরতিতে যায় সবুজ -সাদা জার্সির টিমটি। অপর গোলটি করেন আমির খন্দকার।
আমন্ত্রিত জিসানের খেজুর তলা ফুটবল টিমের অভিঞ্জ খেলোয়াড়রা উজ্জোবিত ক্রীড়া নৈপুণ্যে প্রদর্শন করে শেষ বাজানোর পূর্ব মুহূর্তে জিসানের জোড়া গোলে এবং সামিরের দুই গোল জয় নিশ্চিত করেছেন।
সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিনের সুদক্ষ পরিচালনায় খেলার শুরুতে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন সাবেক ফুটবলার ও একাডেমির পরিচালক সদস্য মোঃ আখতার হোসেন, ক্রীড়া সংগঠক মোঃ হামিদুল হক, একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা , একাডেমির পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার,অভিভাবক সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ ইকবাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে একই মাঠে কিশোর ফুটবল টিমের (অনুর্ধ্ব -১৪/১৫ ) ওয়াম -আপ ম্যাচ অনুষ্ঠিত হবে।