বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার (৭ সেপ্টম্বর) বিকেলে বন্দর প্রেসক্লাবের সভাপতি এডঃ শাহ আলী খান পিন্টু ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক জি.এম.সুমন এক বিবৃতির মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক বার্তায় জানান, প্রবীন সাংবাদিক আনিসুজ্জামান অনু বন্দর , ফতুল্লা ও নারায়ণগঞ্জের অতি সুপরিচিত মুখ ছিলেন। তিনি র্দীঘ দিন ধরে সাংবাদিক পেশায় নিয়জিত ছিলেন। জীবদ্দশায় তিনি অবহেলিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। বন্দরে সাংবাদিকদের উজ্ঝল নক্ষত্র প্রবীন সাংবাদিক আনিসুজ্জামান অনু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ। সে সাথে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বন্দরে প্রবীন সাংবাদিক আনিসুজ্জামান অনু শেষ নিশ্বাস ত্যাগ করেন ।