মোঃ জাকির হোসেন ঝন্টু
নবনির্বাচিত সাদীপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যদের সম্বর্ধনা দিয়েছে অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সাদীপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুকবুল হোসেনের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ আলী হোসেন আলী। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পূর্বের সকল গেলানী ভূলে গিয়ে মাদ্রাসার অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই তিনি অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা আহবান জানান। তিনি বলেন, প্রথমার্ধের নাজুক অবস্থার মাদ্রাসাটি উন্নয়নে তার প্রয়াত বাবা আব্দুল লতিফ ভূঁইয়ার সহায়তার বিস্তার ছিল। আমি আপনাদের ও অভিভাবকদের ঐক্যন্তিক সহযোগিতা অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছি। আমার মরহুম বাবার স্মৃতি অম্লান রাখতে সুশিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা থাকবে সর্বাগ্রে। এতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাদীপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ আতাউল্লাহ, সাবেক সভাপতি প্রিন্সিপাল মোঃ শাজাহান মিয়া, সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো রফিকুল ইসলাম, মোঃ শামসুদ্দিন মাষ্টার, মোঃ ইব্রাহিম মাষ্টার, আবু সাদেক মোঃ এছহাক, এনামূল হক এনাম, বিল্লাল হোসেন মাওলানা, জয়নাল নেতা, আব্দুল আজিজ মোল্লা, নুরুজ্জামান, জাওয়াদ, মাসুম, আলামিন সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ এবং অত্র এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ জাকির হোসেন ঝন্টু