মোঃ জাকির হোসেন ঝন্টুঃ
জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. আজহারুল ইসলাম মান্নান। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ মোতালিব মার্কেটে স্থাপিত বিএনপি স্বেচ্ছাসেবক দলের এ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
এ সময় সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আদর্শিক রাজনীতির কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক আদর্শতা লালন করতে হবে এবং প্রতিটি নেতা-কর্মী মানুষের সেবায় আত্ম নিবেদিত হতে হবে। প্রধান অতিথি বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি দলীয় নাম ভাঙ্গিয়ে কেউ কোনো অপকর্ম করলে ছাড় দেয়া হবেনা। দলীয় উর্ধ্বতন কর্মকতার প্রতি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের শ্রদ্ধাশীল মনোনিবেশ জ্ঞাপনের আহবান জানান তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো মোশাররফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু। জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা জিয়াউল হাসান মাশকুর, সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য সচিব আশ্রাফ ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবু মোর্শেদ মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আমির, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি দেওয়ান সাব্বির, আশ্রাব উদ্দিন মোল্লা, আওলাদ হোসেন, দেওয়ান বাদল, হানিফ ভূঁইয়া, সুজন, জাহিদ,মহসিন, সুমন,শিমুল, ডালিম, ইমন,হিমেল, রিয়েল, মাসুদ,খোকন,মারুফ, রিমন,কাউছার,আনমন,মিনহাজ, শরিফ সহ শত-শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি বিএনপি সভাপতি আলহাজ্ব মো. আজহারুল ইসলাম মান্নান ফিতা কেঁটে উক্ত স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এবং সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।