মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সীবিচ এলাকায় মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে কথা-কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় রাইসান (২৭) নামের আরেকজন আহত হয়েছেন। আজ রোববার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে সাংবাদিকদের জানান।
নিহত যুবকের নাম মনিরুজ্জামান রাফি (২৫)। তিনি বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার বাকের আলী ফকিরের টেক মালুম বাড়ির বাসিন্দা। আহত অপর যুবকের নাম মো. রায়হান (২৬)। তিনিও একই এলাকার বাসিন্দা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে দুই পক্ষে প্রথমে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। আহত রাফি ও রায়হান নামের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রাফির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
এরা চারজন হলেন— মো. শাহরিয়ার আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ বাঁধন (২০), মারুফ চৌধুরী (২১) ও মো. জুবায়ের বাশার (৩৪)।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে দুই পক্ষে কথা-কাটাকাটি হলে বিষয়টি সমাধান হয়ে যায়। কিন্তু ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েকজন যুবক বঙ্গবন্ধু টানেলের মুখে অপর পক্ষের লোকজনের ওপর হামলা চালালে হতাহতের এমন মর্মাহত ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর মন্তব্য।