নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর চরাঞ্চলের সহিংসতা ও টেঁটাযুদ্ধের মূলহোতা দুই চেয়ারম্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ জনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি দোনলা বন্দুক, ১টি পাইপগান, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
গ্রেফতর ব্যক্তিরা হলো, মাধবদী থানার আমদিয়া এলাকার জাহিদুল হক টিপু, মো. শাহ আলম, সোহাগ মিয়া, পলাশের ঘোড়াশাল এলাকার নূরে আলম, রুবেল, আল আমিন ও আবু তাহের। তারা সবাই ডাকাত দলের সদস্য। অন্যদিকে চরাঞ্চলের মূল হোতা সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দ্বীপু (৫০) ও রায়পুরার দুর্গম চরাঞ্চল মির্জারচর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিককেও গ্রেফতার করা হয়।
পৃথক চারটি অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ২টি চাইনিজ কুড়াল, ৬টি কার্তুজ, ৫ রাউন্ড গুলি, ১টি রামদা, ২টি ছোরা, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি, ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, মূলত গ্রামের দলপতিদের গ্রেফতার করে গ্রামগুলোতে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই চেয়ারম্যানদের বিরুদ্ধে খুনাখুনিসহ সংঘর্ষের ইন্ধনের অভিযোগ রয়েছে। গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।