সোহাগ মিয়া
প্রতি বছরের ন্যায় এবারো নয়াপুর শাখা আল আরাফাহ ইসলামী ব্যাংক (পিএলসি) এর উদ্যোগে শীতার্থ অসহায় মানুষের মধ্যে শীত বস্র হিসেবে কম্বল বিতরণ করেছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে সোনারগাঁও উপজেলা নয়াপুর শাখা আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্পাউন্ডে ওসব শীত বস্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথী ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা মো. ইকবাল হোসাইন। অনুষ্ঠিত বস্র বিতরণ অনুষ্ঠানে নয়াপুর শাখা আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসএভিপি এন্ড ম্যানেজার মাহবুবুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন, চাষী কল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেন, অত্র ব্যাংকের অপারেশন ম্যানেজার মো. মেহেদী হাসান ও মো. মনির হোসেন।
নয়াপুর, নানাখী, কাঁঠালিয়াপাড়া, দেওভোগ, বৈলর, আন্দারমানিক, সাদীপুর, কোনাবাড়ী, মিরেরটেক, কল্তাপাড়া, হাতুড়াপাড়া, পঞ্চমীঘাট, ভৈরীবাড়ী, ললাটী, ভাগুরী সুখেরটেক এলাকার শত শত অসহায় দুঃস্থ মানুষ সহ অত্র এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানার দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্র কম্বল বিতরণ করা হয়েছে। এতে অন্যদের মধ্যে অত্র ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যাংক গ্রাহকগন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি মাওলানা মো. ইকবাল হোসাইন বলেন, মানুষের সেবা দানে আল্লাহর দিদার পাওয়া সম্ভব হতে পারে। তাই সমাজের প্রতিটি মানুষ অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় নিজেকে আত্ম-নিবেদিত হওয়া অপরিহার্য।
অত্র ব্যাংকের এসএভিপি এন্ড ম্যানেজার মাহবুবুল আমিন সভাপতির বক্তব্যে বলেন, নয়াপুর শাখা আল আরাফাহ ইসলামী ব্যাংক সেবার পাশাপাশি অসহায় ও দুঃস্থ লোকজনকে প্রতিনিয়ত সেবা প্রদান করে আসছে এ ব্যাংক। আমরা প্রতি বছরের ন্যায় এ বছরো শীত বস্র কম্বল বিতরণের মাধ্যমে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে উদ্ভাসিত।