নিজস্ব প্রতিবেদক
ঢাকা : বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি উত্তোরণে সকল দলের অংশগ্রহণে নিশ্চিত করে জাতীয় সংলাপ এখন সময়ের দাবি।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নাজিম উদ্দিন আল আজাদ বলেন, সংঘাত, সংঘর্ষ নয়, সংলাপ, সমঝোতা ও সমন্বয়ই এখন অতি জরুরী । দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা এখন অনিবার্য হয়ে পড়েছে।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টির চেয়ারম্যান, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে মাননীয় প্রধান বিচারপতির আইনী মতামত গ্রহণপূর্বক সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদের অধীনে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে ও সমঝোতা প্রস্তাব অনুযায়ী বিদ্যমান জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের মুখপাত্র ও বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)। তিনি বলেন, প্রতিহিংসা নয়, সহমর্মিতা ও দেশপ্রেমই পারে সকলকে ঐক্যবদ্ধ করতে এবং দেশের রাজনৈতিক সংকট উত্তোরণের একমাত্র উপায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও হিউম্যানিস্ট পার্টির মহাসচিব ড. সুফি সাগর সামস্, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার আন্দোলন এর চেয়ারম্যান খাজা মহিবউল্লাহ্ শান্তিপুরী, বাংলাদেশ জাতীয় ঐক্য জোটের কোচেয়ারম্যান ও জাতীয় মুক্তি দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মোঃ মনিরুজ্জামান স্বাধীন, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক কালী পদ চক্রবর্তী, বাংলাদেশ জাস্টিস পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন কবির রাশেদ, মানবাধিকার আন্দোলন এর মহাসচিব অধ্যাপক নোমান চৌধুরী, জাতীয় মুক্তি দলের মহাসচিব মোঃ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদসহ বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।