কুমিল্লা জেলার দাউদকান্দী থানার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শিল্পী বেগম (৩৮) ও বন্দরসহ বিভিন্ন থানার ৫টি ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত মামুন (৩৬)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত রোববার (১৬ অক্টোবর) রাতে বন্দর থানার ভদ্রসন ও রামনগর এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই মফিজুর ও তার সঙ্গীয় র্ফোস রোববার রাতে বন্দর থানার তিনগাওস্থ ভদ্রসন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত এলাকার সামছুল হক মিয়ার স্ত্রী দাউদকান্দি থানার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শিল্পী বেগমকে গ্রেপ্তার করে। এ ছাড়াও একই রাতে বন্দর থানার অপর এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে রামনগর এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে বন্দর থানাসহ বিভিন্ন থানার ৫টি ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।