নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ান হাইওয়ে রোড মেরামতের জন্য ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে কোম্পানির মজুতকৃত প্রিমিয়ার পোর্টল্যান্ড ব্যান্ডের ২ হাজার বস্তা সিমেন্ট চুরি করে নিয়ে গেছে একটি চোর সিন্ডিকেট। চুরির সাথে জড়িত জাহাঙ্গীর (৪০), আওলাদ (৩৩), দীন মোহাম্মদ (২৮), সফিকুল ইসলাম (৩০), রফিকুল ইসলাম (৩০), আব্দুর রহমান (৪৮) নামের ৬ জনকে গ্রেফতার করছে সোনারগাঁ উপজেলার তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গত ৬ জুন সোমবার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের পেচাইন এলাকায় ঘটছে এ ঘটনা। এশিয়ান বাইপাস সড়ক মেরামতকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে- এর মালিক মিঃ উইনের পক্ষে প্রতিষ্ঠানের ম্যানেজার এডমিন দোভাষী নয়ন চন্দ্র মজুমদার জানান, তার কোম্পানি এশিয়ান বাইপাস সড়ক মেরামতের ঠিকাদারি কাজ পেয়ে সড়কের মেরামত কাজের জন্য সড়কের পাশে প্রিমিয়ার পোর্টল্যান্ড ব্যান্ডের শত শত বস্তা সিমেন্ট মজুত করেন। গত ৫ জুন সড়কের পেচাইন ও সাইদুল মার্কেট এলাকায় ২ হাজার বস্তা সিমেন্ট মেরামত কাজের জন্য মজুত করে। পরে উক্ত মজুতকৃত সিমেন্ট আব্দুন নুর, সোহরাব, কাজী মাসুদ, আলামিন, গোলজার, সেলিম, সাগর চৌধুরী, কাশেম, আজিজুল, আব্দুল আলীম, ইসরাফিল, শামীম ও আমির নামের একটি চোর সিন্ডিকেটের চোরেরা ২ হাজার বস্তা সিমেন্ট চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে উক্ত কোম্পানির মালিক মিঃ উইন চায়না সোনারগাঁও থানার একটি মামলা দায়ের করার পর তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল ইসলাম পিয়াল, দারোগা মো. মোশাররফ হোসেন ও দারোগা মো. ইলিয়াস যৌথভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযানের মাধ্যমে সড়কের পাশের এলাকা পেচাইন থেকে আব্দুন নুরের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে ব্যবহার করার সময় পুলিশ ২৭ বস্তা চোরাই সিমেন্ট উদ্ধার করে এবং উল্লেখিত ৬ জনকে জড়িত সন্দেহে গ্রেফতার করছে। পরে মিরেরটেক, কলতাপাড়ায় আমিরের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ করার সময় আরো ৮৫ বস্তা, সোহরাবের নয়াপুরস্থ বন্ধ রিয়া মহল সিনেমা হল থেকে ২৩ বস্তা এবং কাজী মাসুদের বাড়ী থেকে ২০ বস্তা চোরাই সিমেন্ট উদ্ধার করছে পুলিশ। অবশিষ্ট সিমেন্ট উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিন্ডিকেটের শীর্ষ চোরেরা এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করছে। তদন্তকারী কর্মকর্তা এস আই মোশাররফ হোসেন জানান, একটি সরকারী সংস্থা এশিয়ান বাইপাস সড়ক এটি মেরামতের ঠিকাদারি কাজ পায় চায়না একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন যাবত রাস্তার উন্নয়ন কাজ করছেন। এমতাবস্থায় স্থানীয় একটি প্রভাবশালী চোর সিন্ডিকেট এখানের সিমেন্ট সহ অন্যান্য মালামাল চুরি করে আসছিল। চোর সিন্ডিকেটের জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং চোর সিন্ডিকেটের মূলহোতা সোহরাব, কাজী মাসুদ, সহ অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মিঃ উইন বাদী হয়ে মামলা দায়ের করছে। সোনারগাঁও থানার মামলা নং১১ তাং ০৬.০৬.২২ইং