ডোমার,নীলফামারী প্রতিনিধি
মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার স্বাস্থ্য সহকারীদের (এইচএ) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭শে আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানে উপজেলার স্বাস্থ্য সহকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু। এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ।
পরে স্বাস্থ্য সহকারীদের উদ্দেশ্যে বক্তারা মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও নাগরিকদের সেবা প্রদানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতি দিকনির্দেশনামূলক বিভিন্ন কথা বলেন।
এসময় বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা সদস্য মোঃ সুমন ইসলাম প্রামানিক উপস্থিত ছিলেন।