নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় বৃহস্পতিবার বিকালে একটি রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
এসময় প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা বিগত দশ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও আগামী নির্বাচনে জনগণের বৃহত্তর স্বার্থে আবারও মহাজোট প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান ।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, আনিসুর রহমান বাবু, প্রচার সম্পাদক ফজলুল হক, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, পৌর জাতীয় পার্টির নেতা ওমর ফারুক টিটু, পৌর কাউন্সিল জায়েদা আক্তার মনিসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।