সোনারগাঁও প্রতিনিধিঃ-
বৈষম্য বিরোধী ছাত্রজনতার অসহযোগ আন্দোলনের মূখে শেখ হাসিনার দেশ ত্যাগে আজ সোমবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করছে। জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক ও আশরাফের নেতৃত্বে স্থানীয় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তালতলা বাজার হয়ে মহজমপুর বাজারে গিয়ে পথ সভা করে। এ সময় জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক দলীয় নেতা-কর্মী সহ এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, স্বৈরাচার শাসক শেখ হাসিনা ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মূখে দেশ থেকে পালিয়েছে। দেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। তিনি বলে, আপনারা কেউ কোন অরাজকতা কর বে না। আর অন্য কেউ অরাজকতা যাতে না করতে পারে সে দিকে সকলের দৃষ্টি রাখতে হবে। এ সময় জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে, এহেন বিজয়ে আল্লাহর নিকট শুকরিয়া প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।