নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় বাকী টাকা চাওয়ায় সবজি বিক্রেতা কে মারধর করায় বাবা,ভাই সহ শহরের চাষাড়া বালুরমাঠস্থ টিউলিপ রেস্টুরেন্টের অংশীদার রিপন কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭) রাতে তাদের কে ফতুল্লার শিয়াচর লালখা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
এর আগে মারধরের শিকার ঐ সবজি বিক্রেতা মহিবুর(৫০) বাদী হয়ে টিউলিপ রেস্টুরেন্টের অংশীদার রিপন(৪০) তার ছোট ভাই সবুজ(৩২) ও বাবা মোস্তফা (৫৫) সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ্য করা হয়,সবজি বিক্রির বকেয়া টাকা চাওয়ার জের ধরে অভিযুক্তরা মামলার বাদী কে এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের একাধিক স্থানে জখম সহ মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।হামলাকরীরা বাদীর পকেটে থাকা সাত হাজার সাতশত টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় পথচারী ও এলাকবাসী এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে বাদী কে রক্ষা করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।