সুদূর চট্রগ্রাম জেলার পাহারতলী থানার ছিনতাই মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রায়হান (২৫)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর রোববার রাতে বন্দর রেললাইনস্থ জাকির শাহ দরবার শরিফের সামনে থেকেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী রায়হান বন্দর থানার ঝাউতলা এলাকার মজিবর মিয়ার ছেলে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলমসহ সঙ্গীয় র্ফোস গত রোববার রাতে বন্দর রেললাইনস্থ জাকির শাহ দরবার শরিফের সামনে ওয়ারেন্ট তামিলের অভিযান চালায়। অভিযান কালে পুলিশ চট্রগ্রাম জেলার পাহারতলী থানার একটি ছিনতাই মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ছিনতাইকারি রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতকে সোমবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়।