ডেস্ক নিউজ
চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি/৪ এর অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স জেলার উদ্যোগে সম্প্রতি এক বিকেলে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি উদ্বোধন করেন লায়ন জেলা গভর্নর , অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লায়ন কোহিনুর কামাল (পিএমজে এফ)।
বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। র্যালি কমিটির চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল হরুনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন নুরুল আলম বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন ইমতিয়াজ ইসলাম, লিও ক্লাব চেয়ারম্যান বদিউর রহমান, লিও ইউথ এক্সচেঞ্জ লায়ন শাহাজালাল প্রমুখ।
উক্ত গ্রাউন্ড র্যালিতে লায়ন্স ক্লাবের সদস্য সহ প্রায় ৫শতাধিক লিও সদস্যরা স্বক্রিয় অংশগ্রহণ করেন।