আলিফা আরিফা গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (বাচসকস) গাজীপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, অভিষেক, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ নভেম্বর শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাচসকস এর গাজীপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর কর অঞ্চলের উপ কর কমিশনার সুমন কুমার বর্মন,
ডুয়েটের ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ আবু আউয়াল সিদ্দিকী, গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা খোন্দকার শাহিদুল হক, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত শাখার উপসহকারী প্রশাসন কর্মকর্তা (নাজির) এস. এম. রফিকুল ইসলাম, বাচসকস কেন্দ্রীয় নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, বাচসকস কেন্দ্রীয় নেতা মোঃ নাসির উদ্দিন হাওলাদার, আয়কর কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির গাজীপুর শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম, রফিকুল আলম, মোঃ ফারুক রহমান শেখ, মোঃ বকুল মিয়া, বাকাসস এর সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দৌলা, মোঃ ইসমাইল হোসেন মোল্লা, মোঃ জাফর খান, মোঃ মামুন মিয়া, বাচসকস গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, বেলাল হোসেন মিন্টু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, মোঃ আলী বুলবুল।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) মহাপরিচালকের দপ্তরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল ইসলাম মতিন। পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।