যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণের মধ্য দিয়ে গাজীপুরের বয়স্কপূর্ণ আসন কেন্দ্রে যুগান্তরের দুই যুগপূর্তি উৎসব ও স্বজন সমাবেশ পালিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী গাজীপুরের হোতাপাড়া সংলগ্ন মনিপুর বয়স্ক পূনর্বাসন কেন্দ্রে বৃক্ষরোপণ, কেক কেটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বজন সমাবেশ গাজীপুরের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি মেয়র মুহম্মদ জাহাঙ্গীর আলম।
যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সভাপতিত্বে ও জয়দেবপুর প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনি মোঃ আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন যুগান্তর গাজীপুরের স্টাফ রিপোর্টার মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহতাবউদ্দিন, স্বজন সমাবেশ গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, সদর শাখার উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, সদর শাখার সভাপতি কফিল উদ্দিন বিএসসি,গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা এম এ সালাম শান্ত, সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পূর্ণবাসন কেন্দ্রের নিবাসী মোঃ মেহবুব হোসেন, ইফতেখার আহমেদ শামীম, এম আর মজুমদার, স্থানীয় ইউপি সদস্য আলফাজ উদ্দিন, যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি আব্দুল আলীম, কাশিমপুর প্রতিনিধি মনির হোসেন মন্ডল, রনি মন্ডল, মাহবুবুর রহমান, আয়ূব খান প্রমুখ।
প্রবীণ নিবাসী ইফতেখার আহমেদ শামী বলেন, শিল্পদ্রষ্ট ও মিডিয়াব্যক্তিত্ব নুরুল ইসলামের পদচারণা ছিল অবিস্মরণীয়। তার নিজ হাতে গড়া দৈনিক যুগান্তর নানামুখী সমস্যা-সম্ভাবনা ও মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে কখনো পিছু হটেনি। আজ যুগান্তরের প্রতিনিধি ও স্বজনেরা আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন বা অনুপ্রেরণা দিয়েছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যুগান্তর কর্তৃপক্ষ দুপুরে খাওয়া-দাওয়া দিয়েছেন, খাবার টা বড় কথা নয়, এই যে আপনাদের সাথে আমাদের যে একটা কোঅর্ডিনেশন ও বন্ডিংয়ের সৃষ্টি হলো সত্যিই আনবিলিভেবল। এক কথায় অসাধারণ মূহুর্ত্তের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, ঢাকার দূষিত বাতাসে যেখানে নিঃশ্বাস নেওয়া কঠিন, সেখানে সবুজ শ্যামল গাজীপুরে আমরা মন খুলে নিঃশ্বাস নিতে পারছি। এই যে আপনার আজকে একটা ছোট প্রোগ্রাম নিয়ে এসেছেন আবার চলে যাবেন, কিন্তু এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে বুঝতে পারবেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা এবং পরিচালক, ম্যানেজার, মালিকপক্ষের সাথে আমাদের ভিষণ রকম একটি মেল বন্ধন। কি একটা অনুভূতির জায়গা এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। তবে আজ আমরা যুগান্তর স্বজনদের আন্তরিকতায় মুগ্ধ এবং অনুপ্রাণিত।