বন্দরে বাসা থেকে বের হয়ে বিশাল লাল (১৮) নামে এক যুবক গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে । এ ঘটনায় নিখোঁজ যুবকের মা রাধা রানী বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ১১৭৩ তাং- ২৬-৯-২২। এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় বন্দর থানার রুপালী আবাসিক এলাকা থেকে ওই যুবক তার বাসা থেকে বের হয়ে নিখোঁজ রয়। নিখোঁজ যুবক বিশাল লাল বন্দর রুপালী আবাসিক এলাকার বাচ্চু লালের ছেলে।
নিখোঁজ জিডি বাদিনী গণমাধ্যমকে জানায়, তার ছেলে বিশাল লাল গত ১৬ সেপ্টেম্বর বেলা ১২টায় রুপারী আবাসিক এলাকা থেকে বের হয়ে গত ১০ দিনেও বাড়িতে ফিরে আসেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে সোমবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করি। জিডি পেয়ে পুলিশ নিখোঁজ যুবকের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।