বিবিসিপ্রেস ঃ খুলনার দাকোপ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির হোসেনকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী হানিফ, নাসির ও ইসমাইল ফারাজী।সন্ত্রাসীরা সাংবাদিক জাকির হোসেনের উপরে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। এসময় সাংবাদিকরা তাঁকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জাকির হোসেন বাদী হয়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে দাকোপ থানায় মামলা করেছে।
এঘটনা বিবিসি প্রেস ও মেঘলা টিভি সাংবাদিকরা তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান ।