আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি
গাজীপুর কালীগঞ্জ উপজেলার ফেরীঘাট ঈদগা মাঠে শহীদ ময়েজউদ্দীন আহমেদ এর ৩৮ তম স্মরণসভা অনুষ্টিত হয়েছে।
আজ ১ অক্টোবর শনিবার কালীগঞ্জ উপজেলার ফেরীঘাট ঈদগা মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে,সাধারন সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরীর সঞ্চালনায় শহীদ ময়েজউদ্দীন এর ৩৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্টিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী লিটন এমপি, সেক্রেটারী আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টি,
বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি,
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি,
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ খান,
অধ্যাপিকা রুমানা আলী টুসী এমপি,
গাজীপুর মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,
বক্তব্য রাখেন বাংলাদেশ তাতী লীগের সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র দেবনাথ,জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আমানত খান,সাবেক যুগ্ম সম্পাদক এডঃ আশরাফী মেহেদী হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ,পৌর মেয়র এস এম রবিন হোসেন,গাজীপুর উপজেলা আ’ লীগের যুগ্ম আহবায়ক জহির খান,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ,যুবলীগের সভাপতি এস এম আলমগীর,ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান,শ্রমিক কলেজ ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, পৌর ছাত্রলীগের সভাপতি অমিত আল রাফু।
উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম নজরুল ইসলাম,বাংলাদেশ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক এবিএম আমজাদ,
উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া,
জেলা আ’লীগ নেত্রী তাসলিমা রহমান লাভলী,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মাকসুদ উল আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আল আমীন খান,সাংগঠিক সম্পাদক কাজী বশির আহমেদ,উপজেলা আ’লীগের উপদেষ্টা দেলোয়ার হোসেন,নূরুল ইসলাম,
ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া,
শাহাবুদ্দিন আহমেদ,
আতিকুর রহমান ফারুক,
গাজী সারোয়ার আহমেদ,
আলমগীর হোসেন,এস এম আলম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও,
সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু,সাধারন সম্পাদক মাহফুজা পারভিন,
ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা,
বক্তারা শহীদ ময়েজউদ্দিন এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ ময়েজউদ্দীন ছিলেন মুক্তিযোদ্ধের একজন সংগঠক। তিনি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন।
আমরা একজন ময়েজউদ্দিন কে হারায়নি,একজন দেশের বীর সৈনিক কে হারিয়েছি ।
একজন বিচক্ষণ আইনজীবি ও রাজনৈতিক ব্যাক্তি হিসেবে অত্যন্ত সাহসীকতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরে সভাপতির দায়িত্ব পালন করেন
আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের লক্ষ্যে কালীগঞ্জে আন্দোলন করতে গিয়ে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর কুখ্যাত খুনীদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছিল। তারা চেয়েছিল ময়েজউদ্দীন কে হত্যা করে কালীগঞ্জ থেকে আওয়ামী লীগের ইতিহাস ধ্বংস করে দিবে। শহীদ ময়েজউদ্দীন কালীগঞ্জর দরিদ্র জনগোষ্ঠীর সেবার জন্য বিভিন্ন স্থানে হাসপাতাল নির্মাণ করেছিলেন,তিনি রেডক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট থাকা কালে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে গেছেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শহীদ ময়েজউদ্দীন আহমেদের স্মরণে মিছিলের মাধ্যদিয়ে সভায় অংশগ্রহণ করেন।