বিশেষ প্রতিবেদন:
চট্টগ্রাম উপজেলার কর্ণফুলী শিকলবাহা ইউপিতে গতকাল ১৮ জুন দুপুর ১২টার দিকে টার্ফের মাঠে খেলতে গিয়ে পেটের উপর গোলপোস্ট পড়ে আরাফাত নামে এক ক্ষুদে খেলোয়াড়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলা কর্ণফুলী এলাকায় ছোট একটি টার্ফ মাঠে পেটের উপর লোহার গোলপোস্ট পড়েগুরুতর আহত হলে প্রথমে উপজেলার নিকটস্থ চট্টগ্রাম সাউথ হাসপাতালে নিয়ে যাই ঐখানের চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু আরাফাত কে মৃত ঘোষণা করেন।
নিহত আরফাতের জানাজার নামাজ ১৯ জুন ( বুধবার) দিবাগত রাত ১২.৩০ মিনিটে নিকটস্থ আপন সাহেবের মাঠে অনুষ্ঠিত হয়ে ঐ রাতেই গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।