নরসিংদী প্রতিনিধি:আল আমিনঃ নরসিংদীর রায়পুরায় নাম পরিচয়হীন এক অজ্ঞাতনামা বৃদ্ধা (৬০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ি পাশের বেলাব উপজেলার নারায়পুর ইউনিয়নের দুলালকান্দি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে আবুল বাশার(৬০)।
বৃহস্পতিবার(২৪ মার্চ) সকালে উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পিছনে আড়িঁয়াল খাঁ নদীতে স্হানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রায়পুরা থানা থেকে পুলিশ এসে সকাল ৯ টায় লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় একজন আড়িঁয়াল খাঁ নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান লাশটি দেখতে পায়। পরে সে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে। এছাড়া লোকটির পরিচয় জানতে সাড়ে ১১টায় জেলা পিবিআই এর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিচয় সনাক্তের চেষ্টা করে। আরও জানা যায় তিনি গত কিছুদিন পূর্বে ট্টোক জনিত হয়ে মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী ছিলেন। গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে নাই। আজ দুপুরে নিহতের স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি দেখে রায়পুরা থানায় ছুটে এসে পরিচয় নিশ্চিত করেন।
এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করি। ফেইসবুকে খবর পেয়ে নিহতের ছেলে আমাদের কে জানান, গত কিছুদিন পূর্বে তার বাবা ট্টোক জনিত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে বাক প্রতিবন্ধী ছিলেন। গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে নাই।
প্রাথমিক ভাবে বলা যাচ্ছে না কি কারণে তার মৃত্যু হয়েছে।