আব্দুল্লাহ আল ফাহিমঃ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ৫ম বর্ষপূতি উপলক্ষে মেল বন্ধন ও সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজন করা হয়েছে। শীতলক্ষ্যা নদী পাড় নারায়ণগঞ্জের খানপুর বরফকল ঘাট এলাকায় অবস্থিত চৌরঙ্গী ফ্লোটিং রেস্টুরেন্টে (ভাসমান জাহাজ) দিনব্যাপী মেল বন্ধন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দনশীল, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ সুমন, তথ্য কর্মকর্তা রিনা পারভিন ও প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ মনিরসহ সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন আমন্ত্রিত সাংবাদিক ও অতিথি বৃন্দা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক মোঃ মান্নান ভূঁইয়ার।