অটোগাড়ী কেনার উদ্দেশ্যে ২ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আনিছুর রহমান (৪৭) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার (৭ আগষ্ট) সকাল ৬টায় বন্দর কলাবাগস্থ তার নিজবাড়ি থেকে অটোগাড়ী কেনার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় নিখোঁজের জামাতা জহিরুল ইসলাম জলক সোমবার (৮ আগষ্ট) দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। নিখোঁজ আনিছুর রহমান বন্দর কলাবাগ এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে।
নিখোঁজ জিডি বাদী গণমাধ্যমকে জানিয়েছে, আমার শ্বশুর আনিছুর রহমান গত রোববার সকাল ৬টায় অটোগাড়ী কেনার জন্য নগদ ২ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার শ্বশুরের কোন হদিস পাইনি। সে সাথে আমার শ্বশুরের ব্যক্তিগত ০১৩১১-৩০৬০৩৫ নাম্বারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। জিডি পেয়ে পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।