বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড থেকে লাউসারগামী শাখা রাস্তার পাশে একটি প্রতিষ্ঠিত খাল আছে, যে খাল দিয়ে একসময় নৌকা বা ট্রলার চলাফেরা করলেও বর্তমানে বিভিন্ন শিল্প কারখানা বিশেষ করে গার্মেন্টসের বর্জ্য নির্গত হয়ে খাল সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। ফলে স্থানীয় এলাকার অপ্রয়োজনীয় পানি প্রবাহিত বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ডাইংয়ের পানি জমে দূর্গন্ধ হয়ে পরিবেশের বিপর্যয় ঘটেছে ও মশার উৎপাত বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকার বাসিন্দারা সাংবাদিকদের জানান, ‘জাহিন নিটওয়্যারস ও ইউনাইটেড এপারেলস এই দুটি প্রতিষ্ঠানের বর্জ্য ও ক্যামিকেল মিশ্রিত পানি (ডাইংয়ের পানি) এবং জাহিন নিটওয়্যারসের পাইলিংয়ের উচ্ছিষ্ট মাটি নির্গত হয়ে পুরো খাল ভরে গেছে। খাল দেখলে ভরাট জমির মত মনে হয়। খালটি ভরাট হয়ে যাওয়ায় কোন পানি ঠিকমত প্রবাহিত হচ্ছেনা। বৃষ্টির পানি ও ডাইংয়ের পানি খালের বিভিন্ন জায়গায় জমে দূর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার উৎপাত বেড়ে গিয়ে আমরা চরম দূর্ভোগ পোহাচ্ছি। পানি নিস্কাশন না হতে পারায় নীচু জমিতে পানি জমে থাকছে ফলে আমরা ধান চাষ করতে পারছিনা। আমরা প্রতিবাদ করার কোন ভাষা পাচ্ছিনা। শিল্প প্রতিষ্ঠানের মালিকরা প্রভাবশালী হওয়ায় আমরা কোন কর্মসূচি দিতে পারছিনা। কয়েকবার আমরা মানববন্ধন করার প্রস্তুতি নিলেও জাহিন নিটওয়্যারসের মালিক জামাল উদ্দিনের লোকজন তা বাধা দেয় এবং প্রতিবারই আমাদের কর্মসূচিকে পন্ড করে দেয়। তারা প্রভাবশালী হওয়ায় আমরা সাধারণ লোকজন কোন প্রতিকার পাচ্ছিনা। খাল খনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে এবং যে সকল শিল্প কারখানা জনদুর্ভোগের সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply