Secand news

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তির শেষ তালিকা আগামীকাল প্রকাশ করা হবে

bbc press | ০৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:৩০ অপরাহ্ণ

বিবিসি প্রেসঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চলমান ভর্তি প্রক্রিয়ার শেষ তালিকা আগামীকাল ৫ ফেব্রুয়ারি বুধবার প্রকাশ করা হবে এবং প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বিভিন্ন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। সোমবার দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১১ম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, (অব.) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।

Share This With :
Translate »