Secand news

বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে নাঃগঞ্জের রেলস্টেশনে নিরন্ন মানুষের মধ্যে খাবার বিতরণ

bbc press | ০৯ ফেব্রুয়ারি, ২০২১ | ৩:৩৭ অপরাহ্ণ

নাহিদঃ নারায়নগঞ্জ রেলপথ বহু প্রাচীন জনপথ, এখানে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রয়োজনে মানুষের সমাগম হয়। অনেক ভাসমান মানুষ আছে, যারা দুপুরের খাবার ঠিক ভাবে খেতে পারেনা। অনেক ভিক্ষুক আছে, যারা অভুক্ত থাকে সারাদিন। ওদের জন্যই বাসমাহ ফাউন্ডেশন মানব সেবামুলক কাজ করে যাচ্ছে, নিরন্ন মানুষদের খাবার দিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাসমাহ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আশিক।

আজকের ইভেন্টিতে ১২০ এর অধিক অসহায়দের খাবার বিতরণ করা হয়েছে।
খাবার পেয়ে সবাই খুশি হয়েছে।

Share This With :
Translate »