Secand news

বলিউড ছাড়ার পর এবার মুফতিকে বিয়ে করলেন অভিনেত্রী সানা

bbc press | ২৩ নভেম্বর, ২০২০ | ৬:২৪ অপরাহ্ণ

বিবিসি প্রেসঃ বলিউড অভিনেত্রী সানা খান। কিছুদিন আগে অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন। এবার ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করলেন রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা। শুক্রবার অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে। ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে সানার কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। এতে সাদা গাউন পরা অবস্থায় দেখা গেছে তাকে। দু’জন মিলে কেকও কেটেছেন। চলতি বছর ফেব্রুয়ারিতে প্রেমিক কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে ব্রেকআপের খবর দেন সানা। এরপর গত মাসের শুরুতে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লম্বা একটি বিবৃতিতে ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রি থেকে তিনি অনেক খ্যাতি, সম্মান ও অর্থ উপার্জন করেছেন। কিন্তু এটিই তার জীবনের লক্ষ্য নয়। তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলবেন ও মানুষের সেবা করবেন।

Share This With :
Translate »