Secand news

চলন্তিকা

bbc press | ০৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:৫৩ অপরাহ্ণ

লেখক,সালমা খানঃ
চলন্তিকা ট্রেন একটু ভাবতে
পারো ?
পেছনে যে পথটা ফেলে
এসেছো ,
কেমন ছিলো সে পথ ?
হৃদয় থেকে জন্ম নেওয়া তৃষা
আকুল আবেগ ঘন চুমোস্নাত
কলসি ভরা ডুব সাঁতার
স্বপ্নিল পথে হেঁটে আসা
মন ঠোকরা সোনালী চঞ্চুর
বেসে ,
রেশমী কাঠে নিয়ত ঠোঁট
বুলিয়েছিলে সুউচ্চ পৈঠায়।
জানো, শক্ত কাঠের রঙ এতটুকু
বদল হয়নি ,পচন ধরেনি,
অন্ধবিশ্বাসে দাড়িয়ে আছে
একি স্থানে।
শুধু বন্ধ্যা তুষারের গন্ডি ছেড়ে
পেতে চায় এক টুকরো
রোদ্দুর,
মাঝরাতে স্বপ্নের ঘোরে ঘোরাঘুরি করে ক্লান্ত শেষে,
চোখের পাতা ভারি হয়ে আসে।
যেন সে,সময়ের ব্যবধান নিজ থেকে নিজেই ক্রমাগত সরে যাচ্ছে ।
রবটের মতো মত্ত ম্যারাথন দৌড়ের উপরে আছে।
আত্মকেন্দ্রীক পথের ভিড় ঠেলে আমার নাবালোক চোখদুটো
শুধুই তোমাকে খোঁজে
তোমাকে,
অন্ধকারে হাতড়িয়ে পথ কাকে
ছোঁব শেষে? কাকে ?

Share This With :
Translate »