Secand news

কোহলি-স্মিথকে চ্যালেঞ্জ দিলেন ওয়ার্নার

bbc press | ৩১ মার্চ, ২০২০ | ১০:০১ অপরাহ্ণ

বিবিসি প্রেসঃ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারির সৈনিক স্বাস্থ্যকর্মীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অভিনব পথ বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ন্যাড়া করে ফেলেছেন নিজের মাথা। পাশাপাশি একই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথসহ বেশ কয়েকজন তারকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার ওয়ার্নার তার মাথা ন্যাড়া করার ভিডিও পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, “কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনে থেকে কাজ করছেন তাদের সমর্থনে আমার মাথা ন্যাড়া করার জন্য মনোনীত হয়েছিলাম। আমার মনে হয় অভিষেকের সময় সবশেষ আমি এটা করেছিলাম। পছন্দ হোক আর না হোক।” ভিডিওর সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন ওয়ার্নার। সেখানে তিনি ন্যাড়া করার জন্য মনোনীত করেছেন সতীর্থ স্মিথ, প্যাট কামিন্স, জো বার্নস, অ্যাডাম জ্যাম্পা, মার্কাস স্টয়নিস, জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব পিয়ের্স মর্গ্যান, গলফার ট্রাভিস স্মিথ ও ভারতীয় অধিনায়ক কোহলিকে। অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬০ জন। সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ী, দেশটিতে কভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ১৯ জনের।

Share This With :
Translate »