Secand news

এলো কন্যা সন্তান কোহলি-আনুশকার ঘরে

bbc press | ১২ জানুয়ারি, ২০২১ | ১১:২৫ পূর্বাহ্ণ

বিবিসি প্রেসঃ দুই থেকে তিন হলেন কোহলি-আনুশকা। বিরুশ্কার ঘরে এলো কন্যা সন্তান। খুশির খবর জানিয়েছেন বাবা ভিরাট নিজেই। চেয়েছেন সবার আশীর্বাদ। ভিরাট-আনুশকার জন্য বিরাট খুশির খবর। ঘরে এলো নতুন অতিথি। সূর্য যখন মাঝ আকাশে তখন খুশির খবরটা নিজেই দিলেন কোহলি। ভারত জাতীয় দলের অধিনায়ক জানান, আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা ও মঙ্গল কামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনুশকা ও আমাদের কন্যা ভাল আছে। আমরা দু’জনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হলো। সন্তানের জন্ম-মুহূর্তে স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টটি খেলেই ভারতে ফিরে আসেন কোহলি। এদিন সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তখন অসাধারণ দৃঢ়তায় ম্যাচ বাঁচায় টিম ইন্ডিয়া। আর ভারতে লক্ষ্মীর আগমণ। শুধু বিরাট আনুশকার ঘরে নয়, যেন গোটা ভারতের ক্রিকেট আনন্দ হয়ে। টুইটারে হলুদ রঙে সন্তানের আগমণ বার্তা জানিয়েছেন ভিরাট। তারপর মুহূর্তে সে খবর ছড়িয়েছে দুনিয়ায়। লাখ লাখ লাইকের বন্যা আর শুভেচ্ছা। সবার আর্শীবাদে ভালো থাকুন বিরুস্কার ভালোবাসার সন্তান।

Share This With :
Translate »